ঘূর্ণিঝড় সিতরাং আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
তিনি জানান, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত ৭৩০ কিলোমিটার জুড়েই এটি আঘাত আনতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। এ সময় অমাবস্যা থাকার কারণেই তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।
রবিবার (২৩ অক্টোবর) দুপুরের পর মন্ত্রণালয় সভাকক্ষে ঘূর্ণিঝড় ইস্যুতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ২৫ অক্টোবর বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে
তিনি বলেছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপটি রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাতে ১৯টি জেলা ঝুঁকিতে। এতে তিন থেকে পাঁচফুট জলোছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়টি আকারে বড়ো হলেও দুর্বল হবে।সিত্রাং সুপার সাইক্লোনে রূপ নেবে না।
দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, 'এটির সর্বশেষ রিপোর্ট অনুযায়ী অবস্থান হল ৮৮ দশমিক ৫ দ্রাঘিমাংশ এবং ১৬ অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, এটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ এবং ১৭ ডিগ্রি অক্ষাংশের সংযোগস্থলে পৌঁছার পর এটি সরাসরি উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূলীয় ১৯টি জেলাতে আঘাত হানতে পারে।'
তিনি বলেন, ‘আর যদি এখন যে ডিরেকশন আছে নিম্নচাপের, উত্তর-পশ্চিম দিকে যাচ্ছে, যদি দিক পরিবর্তন না হয় উত্তর-পশ্চিম দিকে যদি যেয়ে থাকে তাহলে এটা ভুবনেশ্বর এবং পশ্চিমবাংলায় আঘাত হানবে।’
আরও পড়ুন: ‘অশনি’ দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত